দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনটি, ছবি - আইএএনএস
স্টেশনে দাঁড়িয়ে ছিল ইঞ্জিনটি। ওই লাইনেই ছুটে আসছিল একটি প্রবল গতির ট্রেন। সামনে ইঞ্জিন পড়লেও গতি কমাতে পারেননি চালক। ফলে প্রবল গতিতেই যাত্রীবাহী ট্রেনটি আছড়ে পড়ে ইঞ্জিনের ওপর। ভয়ংকর সংঘর্ষে আঁতকে ওঠেন স্টেশনে দাঁড়ানো যাত্রীরা। দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি কামরা। দুমড়ে যায় ইঞ্জিনটির বেশ কিছু অংশ। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। ৪৭ জন আহত। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন।
গত বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে তুরস্কের মার্সান্দিজ রেল স্টেশনে। প্রবল গতিতে থাকা ট্রেনটি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে কোনিয়া শহরের দিকে যাচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)