World

মাঝ আকাশে মহিলার পাশে বসে হস্তমৈথুন, গ্রেফতার অনাবাসী ভারতীয়

Published by
News Desk

বিমান ভর্তি যাত্রী! পাশে বসে একজন মহিলা সহযাত্রী। তাতে কি! বিকৃত যৌন তৃপ্তি পেতে গেলে স্থানকাল পাত্রের তোয়াক্কা করলে চলে! অতএব প্যান্টের চেন খুলে হস্তমৈথুনের সুখ ভোগ করাই শ্রেয়! তাতে কার কি মনে হল কিছুই যায় আসেনি অনাবাসী ভারতীয় পুরুষ যাত্রীটির। গত রবিবার ইস্তানবুল থেকে বিমানে উঠেছিল ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি। গন্তব্য ছিল ভারতের রাজধানী। অভিযোগ, মাঝ আকাশে আচমকা ভীমরতি হয় রাশিয়ার পাসপোর্টধারী পুরুষ যাত্রীটির। হঠাৎ সে মহিলা যাত্রীর পাশে বসেই হস্তমৈথুন করা শুরু করে দেয়!

সহযাত্রীর এমন দুঃসাহসিক অশালীনতা দেখে চোখ কপালে ওঠে মহিলা যাত্রীটির। তিনি সঙ্গে সঙ্গে বিমান কর্মীদের গোটা বিষয়টি খুলে বলেন। এই নিয়ে শোরগোল পরে যায় বিমানের ভিতর। পরিস্থিতি ঘোরালো হতে দেখে বিমানকর্মীদের অনুরোধে পুরুষ যাত্রীটি বিমানের অন্য একটি আসনে গিয়ে বসে। অবশ্য ব্যাপারটা এখানেই মিটে যায়নি। বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি ছুঁতেই অভিযুক্ত প্রবাসী ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন হয়রানির মামলা দায়ের করা হয়েছে।

Share
Published by
News Desk