World

মাত্র ৯ মিনিটের প্রলয়, তছনছ একটা গোটা শহর

Published by
News Desk

কথা ছিল বৃষ্টি হবে ৩ থেকে ৪ ঘণ্টা। সেভাবে তৈরিও ছিলেন সকলে। হাওয়া অফিসের পূর্বাভাস মেনে বৃষ্টিও নেমেছিল। কিন্তু স্থায়ী হল মাত্র ৯ মিনিট। ভাবছেন ৯ মিনিটে কতই বা বৃষ্টি হল? আর এ নিয়ে খবরেরই বা কী আছে? এমন তো হামেশাই হয়। কিন্তু এই ৯ মিনিটের বৃষ্টিতেই তুরস্কের রাজধানী শহর আঙ্কারা তছনছ হয়ে গেছে। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে গোটা শহর। আকাশ ভাঙা বৃষ্টিতে খড়কুটোর মত ভেসে গেছে একের পর এক গাড়ি। গোটা শহর জলের তলায় চলে গেছে। ক্ষয়ক্ষতি এখনও হিসেবই করে উঠতে পারেনি প্রশাসন। উদ্ধারকাজ শুরু হয়েছে ঠিকই কিন্তু গোটা শহরের যা হাল তাতে উদ্ধারকাজ কোথা থেকে শুরু করলে সুবিধা হবে তাই বুঝে উঠতে পারছেনা শহরের পৌর প্রশাসন। বহু অস্থায়ী দোকান খেলনার মত ভেসে গেছে। অনেক গাড়ির মাথাটুকু জলের ওপর দেখা যাচ্ছে। রাস্তা দেখে মনে হচ্ছে নদী। অনেক বাড়ি ও দফতরে জল ঢুকে গেছে।

বৃষ্টি হওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস। কিন্তু হাওয়া অফিসও ঠাওর করতে পারেনি যে কালো মেঘ ঘনাচ্ছে তাতে আকাশ ভাঙা বৃষ্টি হবে। মাত্র ৯ মিনিটে যে প্রলয় আঙ্কারা দেখল তা ইতিপূর্বে কখনও দেখেছেন বলে শহরের বয়স্ক মানুষদেরও মনে পড়ছে না। ওই ৯ মিনিট বৃষ্টির দাপট দেখে কার্যতই আত্মারাম খাঁচাছাড়া হয়ে গিয়েছিল শহরবাসীর। তবে বৃষ্টি থেমেছে। তছনছ শহর আস্তে আস্তে ছন্দে ফেরার তোড়জোড় শুরু করেছে।

Share
Published by
News Desk