World

লজ্জার মাথা খেয়ে ভরা বিমানে সকলের সমানে অন্তর্বাস শুকলেন মহিলা যাত্রী!

Published by
News Desk

ট্রেনে, প্লেনে, বাসে সফরকালে মানুষ কতনা অভিজ্ঞতার সম্মুখীন হয়। কোনওটা ভাল লাগার, কোনওটা বিরক্তিকর, কোনওটা আতঙ্কের, কোনওটা অস্বস্তিকর। যেমন একটি অভিজ্ঞতা হল তুরস্কের এন্তালিয়া থেকে রাশিয়ার মস্কোগামী উরাল এয়ারলাইন্সের যাত্রীদের। বেশ যাচ্ছিল বিমান। সবাই যে যাঁর মত বসে। হঠাৎ এক মহিলা যাত্রী তাঁর মাথার ওপর থাকা এসি ভেন্টের কাছে দুহাত তুলে ধরেন। হাতে সাদার ওপর কালো বর্ডার দেওয়া একটি অন্তর্বাস!

ভরা বিমানে এমনভাবে সকলের সামনে নির্দ্বিধায় কোনও মহিলা অন্তর্বাস এসি ভেন্টের সামনে ধরে শুকনো করার চেষ্টা করতে পারেন! প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যা দেখছেন সত্যি কিনা! পরে সকলেই নিশ্চিত হন ওটা অন্তর্বাসই! এর মাঝেই বিমানের এক যাত্রী সেই আজব কাণ্ড ক্যামেরাবন্দি করে নেন। যদিও যাঁর কাণ্ডকারখানায় গোটা বিমানের যাত্রীরা কমবেশি অস্বস্তিতে, সেই মহিলার কোনও হেলদোল ছিলনা। বরং যত্ন করে অন্তর্বাসের সবদিক ঠিকঠাক শুকিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে তারপর সেটিকে এসি ভেন্টের সামনে থেকে সরিয়ে আনেন তিনি। পরে সেই ছবি ইউটিউবে কার্যত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে হতবাক সকলেই।

Share
Published by
News Desk