World

কম্পনের মাত্রা ৭.৮, আছড়ে পড়ল সুনামির দানব ঢেউ!

Published by
News Desk

রাত ১২টা পার করেছে নিউজিল্যান্ড। ঠিক তখনই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য নিউজিল্যান্ড। বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পনে সবে ঘুমোতে যাওয়া মানুষজন জেগে ওঠেন। আতঙ্কে প্রায় সকলেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিস্কার নয়। আবহবিদরা জানাচ্ছেন, নিউজিল্যান্ড লাগোয়া প্রশান্ত মহাসাগরের মাত্র ১০ কিলোমিটার গভীরে এদিন ভূমিকম্প হয়। ফলে কম্পনের মাত্র দাঁড়ায় ৭.৮। যা বড় ধরণের ক্ষয়ক্ষতির জন্য যথেষ্ট।

এদিকে গোদের ওপর বিষ ফোড়ার মত কম্পনের পরপরই সুনামি হানা দেয় নিউজিল্যান্ড উপকূলে। উত্তর ক্রাইস্টচার্চের কাইকৌরায় দুটি বিশাল ঢেউ আছড়ে পড়ে। তুলনামূলকভাবে কিছুটা ছোট হলেও দানব ঢেউ আছাড় মেরেছে ওয়েলিংটনেও। রাতেই প্রশাসনিক তরফে উদ্ধার কাজ শুরু হয়। তবে বিস্তারিত খবর অমিল। রাত হওয়ায় ক্ষয়ক্ষতিও পরিস্কার নয়।

Share
Published by
News Desk
Tags: Tsunami

Recent Posts