Entertainment

অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায়, রেগে আগুন জনপ্রিয় অভিনেত্রী

জনপ্রিয়তা তাঁর কম নয়। বাংলার এই তরুণী অভিনেত্রী প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ও ব্যক্তিগত মুহুর্ত কাটাচ্ছিলেন। সেই ভিডিও কীভাবে ভাইরাল হল তাই বুঝে উঠতে পারছেন না অভিনেত্রী।

Published by
News Desk

সকলেরই সামাজিক জীবনের পাশাপাশি একট‌া ব্যক্তিগত জীবন থাকে। ব্যক্তিগত মুহুর্ত থাকে। সেই মুহুর্তগুলো কারও সঙ্গে ভাগাভাগি না করেই কাটাতে চান সকলে।

কিন্তু যাঁদের মানুষ চেনেন তাঁদের ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত মুহুর্ত সকলের সামনে ফাঁস করে দেওয়ার একটা প্রচলন দীর্ঘদিনের।

প্রেমিকের সঙ্গে তাঁর ব্যক্তিগত অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে তাই একাধারে হতবাক এবং ক্ষুব্ধ ভোজপুরী সিনেমার জনপ্রিয় বাঙালি অভিনেত্রী তৃষা কর মধু।

ভোজপুরী সিনেমার জগতে তৃষাকে চেনেন না এমন মানুষ নেই। ভোজপুরী সিনেমার যথেষ্ট চাহিদাও রয়েছে। মধু ভোজপুরী একটি সিরিয়াল ‘হাম হ্যায় হিন্দুস্তানি’-তে অভিনয় দিয়ে ভোজপুরী রুপোলী দুনিয়ায় পা রাখেন।

তারপর ২৭ বছরের এই তরুণী অভিনেত্রীকে পিছন ফিরে তাকাতে হয়নি। অনেকগুলি ভোজপুরী সিনেমায় তাঁকে আইটেম সং-এ দেখা গেছে। সেই তৃষা সোশ্যাল মিডিয়ায় তাঁর অন্তরঙ্গ মুহুর্তের ছবি দেখে হুমকিও দিয়ে বসেছেন।

তৃষা লিখেছেন ভগবান সব দেখছেন। তাঁকে অপদস্থ করতেই কয়েকজন মানুষ এই ভিডিও বানিয়েছেন। এই কাজের পিছনে বিহারের কয়েকজন জড়িত বলে মনে করছেন তিনি।

তবে তাঁর প্রেমিকের সঙ্গে তিনি যখন সময় কাটাচ্ছিলেন তখন তাঁদের ছবি কে বা কারা লুকিয়ে তুলেছে তা বুঝে উঠতে পারছেন না তৃষা।

এদিকে তৃষা যখন এই ভিডিও দেখে রেগে আগুন, তখন সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি ইচ্ছে করেই তৃষা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতে দিয়েছেন। জনপ্রিয়তার জন্য এমনটা করেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk