World

দুর্নীতির প্রশ্নে বিশ্বে আরও নামল ভারতের অবস্থান

Published by
News Desk

জার্মানির সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তারাই প্রতিবছর প্রকাশ করে বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতির প্রশ্নে অবস্থান। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ, সাংবাদিক হত্যা বা ভীতিপ্রদর্শন, বিরোধী নেতাদের ভয় দেখানো, যেসব সংস্থা দেশে নজরদারির কাজ করে তাদের চাপে রাখা এসব কোথায় কত বেশি তার ওপর অনেকটা নির্ভর করে দুর্নীতি সূচকে কোন দেশ কত পয়েন্ট পাবে।

সেই অনুযায়ী ২০১৭ সালে ভারতের স্কোর দাঁড়িয়েছে ৪০। যেসব দেশ দুর্নীতিপ্রবণ তাদের সকলেরই স্কোর ৫০-এর নিচে। ভারতের জন্য আরও খারাপ খবর হল এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভারত অন্যতম দুর্নীতিগ্রস্থ দেশ হিসাবে চিহ্নিত হয়েছে রিপোর্টে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধেও ভারত এশিয়ার প্রথম ৩টি দেশের একটি হয়েছে।

২০১৬ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে ভারতের স্থান ছিল ৭৯ নম্বরে। ২০১৭ সালে তা আরও নেমে হল ৮১। ১৮০টি দেশের মধ্যে ৮১ নম্বরে জায়গা হয়েছে ভারতের। বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিপ্রবণ দেশ হয়েছে নিউজিল্যান্ড। তারপরই সিঙ্গাপুরের স্থান। অন্যদিকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ নির্বাচিত হয়েছে সোমালিয়া।

Share
Published by
News Desk