Entertainment

জ্বলন্ত প্যারাসুট নিয়ে আকাশে কসরত, নির্ভীক নায়ক গড়লেন বিশ্বরেকর্ডও

আকাশ থেকে নেমে আসছেন নায়ক। প্যারাসুটে ঝুলছেন। সেই প্যারাসুটে আগুন জ্বলছে। সেই অবস্থায় আকাশে ভাসছেন। সিনেমার শ্যুটিং করতে গিয়ে বিশ্বরেকর্ড গড়লেন হিরো।

Published by
News Desk

সিনেমার শ্যুটিংয়ে নায়করা অনেক সময় যে ঝুঁকির স্টান্ট করছেন বলে মনে হয় তা ডামিরা করে থাকেন। ইনি কিন্তু নিজের স্টান্ট নিজেই করেন। এবার তিনি যে স্টান্ট করে দেখালেন তা সিনেমার পর্দায় দেখে দর্শকদের হাড় হিম হয়ে যাবে। যা তিনি বাস্তবে করে দেখালেন।

শ্যুটিংটি হল কতকটা এমনভাবে। একটি হেলিকপ্টার তাঁকে নিয়ে উড়ে গেল আকাশে। তারপর তিনি সেই হেলিকপ্টার থেকে একটা উচ্চতায় পৌঁছে যাওয়ার পর লাফ দিলেন। ক্যামেরা চলতে থাকল।

তিনি ভাসতে ভাসতে নামছেন নিচের দিকে। প্যারাসুটটা খুলে গেল। কিন্তু তারপরই সেই প্যারাসুটে আগুন জ্বলে উঠল। দাউদাউ করে জ্বলতে জ্বলতে প্যারাসুটটি তাঁকে নিয়ে নিচে নামছে। এটাই ছিল সেই রুদ্ধশ্বাস মুহুর্ত।

হলিউড সুপারস্টার টম ক্রুজ চিরকালই তাঁর স্টান্টের জন্য বিখ্যাত। জীবনের পরোয়া না করে সব হাড় হিম করা স্টান্ট করতে তিনি অভ্যস্ত। বিশেষত তাঁর মিশন ইম্পসিবল সিরিজে টম যেসব অতি ঝুঁকিপূর্ণ সব স্টান্ট দেখিয়েছেন তা সত্যিই চমকপ্রদ।

সেই মিশন ইমপসিবল-এর শেষ কাহিনি বলে ধরা হচ্ছে মিশন: ইমপসিবল – দ্যা ফাইনাল রেকনিং সিনেমাটিকে। তারই শ্যুটিং পর্বে এই প্যারাসুটে আগুন ধরা অবস্থায় টম ক্রুজ ১৬ বার স্টান্ট দিয়েছেন।

এটি এখনও পর্যন্ত আকাশ থেকে প্যারাসুটে নেমে আসার সময় ১৬ বার জ্বলন্ত প্যারাসুটে এই প্রথম কেউ করে দেখালেন। যা একটা বিশ্বরেকর্ডও গড়ে ফেলল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk