Entertainment

প্রয়াত বিশিষ্ট অভিনেতা টম অল্টার

Published by
News Desk

চলে গেলেন বিশিষ্ট প্রবীণ অভিনেতা টম অল্টার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। ফোরথ স্টেজ স্কিন ক্যানসারে ভুগছিলেন তিনি। কিছুদিন আগেই তাঁর অবস্থার অবনতি হয়।

১৯৫০ সালে মুসৌরিতে জন্ম। প্রথম জীবনে ক্রীড়া সংক্রান্ত লেখালিখির সঙ্গে যুক্ত ছিলেন। ছিলেন ক্রীড়া সাংবাদিকও। পরবর্তীকালে নাটকে অভিনয় দিয়ে অভিনয় জগতে পদার্পণ। বহু সিনেমায় তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। ৩০০ ওপর সিনেমায় অভিনয় করেছেন টম অল্টার। করেছেন টিভি শোও। টিভিতে জুনুন সিরিয়ালে তাঁর ভিলেনের চরিত্রে অভিনয় সকলের মনে থাকবে। রামানন্দ সাগরের চরস সিনেমায় অভিনয় করেন তিনি। তাঁর অভিনয় প্রতিভার জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

Share
Published by
News Desk