Sports

সোনালি সকাল, ফের ভারতের ঝুলিতে সোনা

ফের ভারতের ঝুলিতে এল সোনা। প্যারাঅলিম্পিকসের আসরে ফের বাজিমাত করলেন এক প্রতিযোগী। টোকিওর এরিনায় বেজে উঠল ভারতের জাতীয় সংগীত।

Published by
News Desk

সামার অলিম্পিকসে এবার সেরা ফল করেছে ভারত। ঠিক তার পরেই শুরু হওয়া প্যারাঅলিম্পিকসের ইতিহাসেও এবার ভারতের এখনও পর্যন্ত সেরা পারফরমেন্স। ২টি সোনার পদক তো আগেই এসেছিল। এবার এল তৃতীয় সোনার পদক।

ভারতের শ্যুটার মণীশ নারওয়াল জিতে নিলেন ৫০ মিটার পিস্তলে সেরার শিরোপা। জিতে নিলেন সোনার পদক। ২১৮.২ পয়েন্ট করে এই দুরন্ত সাফল্যে পান তিনি।

এদিকে যেখানে ১৯ বছরের তরুণ মণীশ ইতিহাস গড়লেন ভারতের জন্য সেখানে ওই ইভেন্টে রুপোও এল ভারতের ঘরেই। ২১৬.৭ পয়েন্ট সংগ্রহ করে রুপো পান ভারতের প্রতিযোগী সিংরাজ আধানা। প্রসঙ্গত সিংরাজের এই নিয়ে ২টি পদক হল।

ভারতের এই ২ প্রতিযোগী ইভেন্টে সোনা ও রুপোর পদক জিতে গোটা দেশকে গর্বিত করার পাশাপাশি এই ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতে নিয়েছে রাশিয়া। রাশিয়ান অলিম্পিকস কমিটির হয়ে ব্রোঞ্জ জেতেন সের্গেই মালিশেভ।

মণীশ কিন্তু কোয়ালিফিকেশন পর্বে শেষ করেছিলেন সপ্তম স্থানে। তাছাড়া শ্যুটিং শুরুর পর থেকে কিন্তু পয়েন্টের নিরিখে এগিয়ে ছিলেন সিংরাজই। মণীশের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন। কিন্তু মণীশ ১৯ এবং ২০ তম শটেই সকলকে পিছনে ফেলে দেন। সেই ২ স্বপ্নের পিস্তল ছোঁড়া তাঁকে এনে দিল সোনার পদক।

এদিন মণীশের হাত ধরে টোকিওর প্যারাঅলিম্পিকস এরিনায় ফের বেজে উঠল ভারতের জাতীয় সংগীত। অবশ্যই সে এক গর্বের মুহুর্ত। একজন খেলোয়াড়ের জীবনে দেশকে এভাবে গর্বিত করার খুশি হয়তো বলে বোঝানোর নয়।

Share
Published by
News Desk

Recent Posts