Sports

পদকে একাই সেঞ্চুরি হাঁকিয়েও তালিকায় ২ নম্বরে

পদকে একাই সেঞ্চুরি হাঁকিয়েছে দেশ। তার পরেও কিন্তু অলিম্পিকসের পদক তালিকায় তাদের স্থান ২ নম্বরে। এটাই হয়তো আক্ষেপ হয়ে থাকবে।

Published by
News Desk

টোকিও অলিম্পিকস প্রায় শেষ। অলিম্পিকসের আসরে কোন দেশ কটা পদক ঘরে নিয়ে যেতে পারল সেই তালিকায় এবার নজর দেওয়া শুরু হয়েছে।

সেই তালিকায় প্রথম থেকেই এক নম্বরে ছিল চিন। চিনকে সেই জায়গা থকে সরানো যায়নি। অন্য দেশ পদকে এগোলে চিনও এগোচ্ছিল। শুধু পারেনি আমেরিকার সঙ্গে। কিন্তু তার পরেও চিন কিন্তু তাদের তালিকায় ১ নম্বর স্থানটা ধরে রাখতে পারল।

অন্যদিকে আমেরিকা চিনের চেয়ে বেশি পদক জয় করেও রয়ে গেল ২ নম্বরেই। আমেরিকার আরও বড় প্রাপ্তি পদক পাওয়ায় সেঞ্চুরি হাঁকানো।

অলিম্পিকসের শেষের আগের দিনই তারা ১০০ পদক প্রাপ্তির গণ্ডি পার করে যায়। সেখানে চিন ১ নম্বরে থেকেও তাদের পদক সংখ্যা ১০০-র কাছে পৌঁছতে পারেনি।

তাহলে ১ নম্বর কেন? কারণটা পরিস্কার। সোনা আমেরিকার থেকে বেশি পেয়েছে চিন। কিন্তু আমেরিকা সোনা, রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে চিনের থেকে বেশি পদক পেয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে আয়োজক দেশ জাপান। তবে তাদের পদক প্রাপ্তির সংখ্যা তালিকার ২ নম্বরে থাকা আমেরিকার অর্ধেক। আবার এখানেও একটি নজরকাড়া বিষয় সামনে এসেছে।

তালিকার ৪ নম্বরে থাকা ব্রিটেন জাপানের থেকে বেশি পদক জিতেছে। কিন্তু সোনা বেশি থাকার সুবাদে জাপান তালিকার ৩ নম্বরে রয়েছে। আর ব্রিটেন ৪ নম্বরে।

এক সময় অলিম্পিকসের পদক তালিকায় ১ নম্বরে থাকার অভ্যাস করে ফেলা রাশিয়া এবার রয়েছে ৫ নম্বরে। ভারত ৬৬ নম্বরে।

Share
Published by
News Desk

Recent Posts