National

সিনেমার প্রচারে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ, বিপাকে সলমন-ক্যাটরিনা

Published by
News Desk

বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকার ব্যবসা দিয়েছে ‘টাইগার’। তিনি বেঁচে আছেন বলে কথা। কিন্তু সেই ‘জিন্দা টাইগার’ আইনি জটিলতার খাঁচায় সম্ভবত ফাঁসতে চলেছেন এবার। সঙ্গে দোসর হতে চলেছেন ‘টাইগার’ সলমন খানের বাঘিনী ‘জোয়া’ মানে ক্যাটরিনা কাইফ ও ছবির অন্যান্যরা। সৌজন্যে সুপারহিট ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-র প্রচারে গিয়ে সলমনের বিতর্কিত মন্তব্য এবং তাতে ক্যাটরিনার ইতিবাচক সমর্থন। যার জেরে তাঁদের দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়ে আবেদন জমা পড়েছে দিল্লির একটি আদালতের অতিরিক্ত দায়রা বিচারকের কাছে। আবেদন জানিয়েছেন দিল্লির কর্মচারি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান হরনাম সিং।

তাঁর অভিযোগ, সম্প্রতি ছবির প্রচারে এসে একটি অনুষ্ঠানে জাতিবৈষম্যসূচক আপত্তিকর শব্দ ব্যবহার করেন সলমন খান। আপত্তিকর শব্দটি ব্যবহার করা হয়েছিল তফশিলি সম্প্রদায় সম্পর্কে। হরনাম সিংয়ের দাবি, সলমনের ব্যবহৃত শব্দ তফশিলি জাতিভুক্ত মানুষের জন্য অসম্মানজনক, আপত্তিকর। তাহলে ক্যাটরিনার দোষ কিসে হল? অভিযোগ, সলমন যখন আপত্তিজনক শব্দের ব্যবহার করছিলেন, তখন তাঁর পাশে বসে সেই কথাগুলো ক্যাটরিনা শুনছিলেন। অথচ তিনি সলমনের মন্তব্যের কোনওরকম প্রতিবাদ করেননি। উল্টে সলমনের কথাকে তাঁর আচরণের মধ্য দিয়ে সমর্থন করেন অভিনেত্রী। এর পরেই গত বছর ডিসেম্বরে সলমন ও ক্যাটরিনার বিরুদ্ধে এফআইআর লেখাতে থানায় গিয়েছিলেন হরনাম সিং। পুলিশ তাঁর সেই অভিযোগ নিতে অস্বীকার করে। গত বৃহস্পতিবার তাই অভিযোগকারী ফের দিল্লি আদালতের দ্বারস্থ হন তাঁর দাবি নিয়ে। আগামী ২৭ ফেব্রুয়ারি তাঁর সেই আবেদন খতিয়ে দেখবেন দিল্লির অতিরিক্ত দায়রা আদালতের বিচারক।

Share
Published by
News Desk

Recent Posts