Entertainment

আসছে টাইগার শ্রফের ‘বাগী ৩’, কবে জানেন?

Published by
News Desk

জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের বাগী ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে। বাগী হিট করার পর তৈরি হয়েছিল বাগী ২। সেই সিকুয়েলও হিট। অপেক্ষা ছিল বাগী ৩ কবে প্রকাশ পাবে। কারণ এ বছর বাগী ২ রিলিজের সময়েই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা পরিস্কার করে দিয়েছিল বাগী ৩-ও তৈরি হবে। ২০১৬ সালে বাগী প্রকাশ পায়। ২০১৮ সালে বাগী ২ প্রকাশ পায়। দর্শকদের প্রশ্ন ছিল তবে এবার বাগী ৩ কবে প্রকাশ পাবে?

সেই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ টাইগার। তিনি ট্যুইট করে জানিয়ে দিয়েছেন বাগী ৩ মুক্তি পাবে আগামী ২০২০ সালের ৬ মার্চ। ঢের দেরি। তবে এখন থেকেই যে টিম বাগী যে উন্মাদনাটা তৈরি করে দিতে চাইছে তা পরিস্কার। বাগী ৩-এর পরিচালক হিসাবে থাকছেন আহমদ খান।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk