Entertainment

পরিবারের সদস্যকে হারিয়ে শোকাহত টাইগার শ্রফ

Published by
News Desk

‘বাগী’ সিরিজ হোক বা হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার’। টাইগার শ্রফ এখন বলিউডের অন্যতম অ্যাকশন তারকা। তাঁর পেশীবহুল শরীর। কাজের প্রতি যথেষ্ট মনঃসংযোগ। তাঁকে খুব দ্রুত তাঁর নিজের জায়গা তৈরি করে নিতে সাহায্য করেছে। সেই টাইগার শ্রফের বাগী ৩ হিট করেছে। তা নিয়ে আনন্দেই থাকার কথা তাঁর। কিন্তু পরিবারের কেউ চলে গেলে তো ভেঙে পড়ারই কথা। সেটাই হয়েছে তাঁর সঙ্গে। শ্রফ পরিবারের ১৭ বছরের সদস্য জেডির মৃত্যুটা মেনে নিতে পারছেন না টাইগার।

জেডি তাঁর বাড়ির পোষ্য বেড়াল। ১৭ বছর ধরে থাকতে থাকতে শ্রফ পরিবারের একজন বলেই মানতেন তাকে টাইগার। টাইগারের সঙ্গে তার সম্পর্কও ছিল দারুণ। সেসব সুখের সময়ের স্মৃতিতে টাইগারের মন এখন ভারাক্রান্ত। তিনি সোশ্যাল সাইটে জেডি-র মৃত্যু সংবাদ জানিয়েছেন। এও জানিয়েছেন, জেডি যেখানেই থাকুক সুস্থ থাকুক, আনন্দে থাকুক আর খেলতে থাকুক। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তিনি নিজে তাঁর কাছে গিয়ে তাঁর সঙ্গে যুক্ত হচ্ছেন।

শুধু টাইগার শ্রফ বলেই নয়, শ্রফ পরিবারের সকলেই জেডি-কে হারিয়ে পরিবারের এক সদস্য বিয়োগের যন্ত্রণা ও শোক অনুভব করছেন। টাইগারের বাবা বিখ্যাত অভিনেতা জ্যাকি শ্রফও নিজের শোকের কথা জানিয়েছেন। শোকের কথা ব্যক্ত করেছেন টাইগারের মা আয়েশা শ্রফ। সব মিলিয়ে শ্রফ পরিবার পোষ্য হারিয়ে এখন শোকাহত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Tiger Shroff

Recent Posts