Entertainment

শ্যাম্পেন কর্ক ছিটকে এক চোখ অন্ধ হয়ে গেল জনপ্রিয় অভিনেতার

Published by
News Desk

শ্যাম্পেন কর্ক চোখে ছিটকে আসার পর ২টি অস্ত্রোপচার চোখে হয়েছে। এ এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। ডান চোখে তিনি অন্ধ হয়ে গেছেন। কে ভেবেছিল যে একটা শ্যাম্পেন কর্ক তাঁর জীবন শেষ করে দেবে! তবু এখনও একটা চোখ ঠিক আছে। আর তা দিয়ে সবকিছুর ঝলমলে দিকটি তিনি দেখতে পাচ্ছেন। এই মর্মস্পর্শী বক্তব্য সোশ্যাল সাইটে লিখেছেন নিজের একটি চোখ হারানো অভিনেতা নিজেই।‌

হলিউডের অন্যতম সেরা অভিনেতা থিও ক্যাম্পবেল। যাঁর ‘লাভ আইল্যান্ড’ প্রায় সকলের জানা। তিনি বিখ্যাতই ওই শোয়ের জন্য। সেই থিও ক্যাম্পবেল এক চোখে অন্ধ হয়ে গেলেন। যা তাঁর ফ্যানদের জন্য অবশ্যই দুঃসংবাদ। অবশ্যই ক্যাম্পবেলের জন্যও। কারণ এক চোখের অন্ধত্ব তাঁর কেরিয়ারে প্রভাব ফেলবেই। যা হয়তো তিনিও বুঝতে পারছেন।

বিদেশে কোনও বড় সেলিব্রেশনের জন্য শ্যাম্পেনের বোতল খোলা হয়। সফল কারও হাতে তার কর্কটি খোলা একটা পুরনো রেওয়াজ। সেই শ্যাম্পেন খোলার পর তার কর্কটি ছিটকে বেরিয়ে যায়। তেমনই ছিটকে বার হওয়া একটি কর্ক গিয়ে সোজা লাগে ক্যাম্পবেলের ডান চোখে। যন্ত্রণায় কাতরে ওঠেন তিনি। হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার হয়। কিন্তু ডান চোখ বাঁচানো সম্ভব হয়নি। ডান চোখে তুলো দিয়ে টেপ করা ছবিও ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ক্যাম্পবেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts