Entertainment

প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারকে কড়া ভাষায় সতর্ক করল পুলিশ

Published by
News Desk

প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার অভিনীত ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে গত সোমবার। ট্রেলার প্রকাশ্যে আসার পর তা ইতিমধ্যেই ১ কোটি ৭০ লক্ষ ভিউ হয়েছে ইউটিউব-এ। যা সত্যিই চমকে দেওয়ার মত। এই ট্রেলারের একটা অংশই মহারাষ্ট্র পুলিশের নজর কেড়েছে। যেখানে তাঁদের মেয়ে আয়েশা একটু ভাল হয়ে উঠলেই তাঁরা একটি ব্যাঙ্ক লুঠ করবেন বলে ফারহান আখতারকে জানাচ্ছেন প্রিয়াঙ্কা। মহারাষ্ট্র পুলিশ তা দেখে ট্যুইট করে প্রিয়াঙ্কা ও ফারহানকে সতর্ক করে, আইপিসি ৩৯৩ ধারায় ৭ বছরের কারাবাস ও সঙ্গে জরিমানা!

মহারাষ্ট্র পুলিশের সতর্কবার্তার ট্যুইট দেখে প্রিয়াঙ্কা উত্তরে ট্যুইট করেন, ওপস, হাতেনাতে ধরা পড়ে গেছি। এবার সময় এসেছে প্ল্যান বি-কে কাজে লাগানোর। ফারহান তা দেখে লেখেন, আর কখনও চুরির পরিকল্পনা ক্যামেরার সামনে করা উচিত নয়। তার উত্তরে আবার ট্যুইট করে মহারাষ্ট্র পুলিশ। লেখে, চুরির পরিকল্পনা যেখানেই করা হোক না কেন তার শাস্তি ১০ বছর পর্যন্তও হতে পারে। সঙ্গে জরিমানা। তাই সবচেয়ে ভাল পরিকল্পনা হল বাস্তব জীবনে এমন কোনও পরিকল্পনা না করা।

দ্যা স্কাই ইজ পিঙ্ক সিনেমাটি তৈরি হয়েছে এক দম্পতির প্রেম কাহিনিকে সামনে রেখে। যাদের মেয়ে আয়েশা পালমোনারি ফাইব্রোসিস নামে এক কঠিন রোগে আক্রান্ত। সিনেমায় জায়রা ওয়াসিমও অভিনয় করেছেন। সিনেমার পরিচালনা করেছেন বাঙালি পরিচালক সোনালি বোস। সিনেমাটি হলে ভাল ফল করবে বলেই মনে করছে গোটা টিম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk