World

বিয়ের নকল কাগজ দিয়ে কারসাজি, গ্রেফতার ১০ পুরুষ ও ২৪ মহিলা

Published by
News Desk

বিয়ে তাদের হয়নি। অর্থের বিনিময়ে মহিলাদের ভাড়া করা হয়েছিল মাত্র। এটা বলার জন্য যে উক্ত পুরুষের সঙ্গে তার বিয়ে হয়েছে। যাতে ওই পুরুষরা থাইল্যান্ডে পাকাপাকিভাবে থাকতে পারে। কিন্তু সেই কারসাজি ধোপে টিকল না। থাইল্যান্ডের সরকারি আধিকারিকরা বিয়ে হয়ে গেছে দেখিয়ে পেশ করা কাগজপত্র বা নথি দেখে ধরে ফেলেন যে এসব কাগজ নকল। তারপরই গ্রেফতার করা হয় ১০ জন ভারতীয় পুরুষ ও ২৪ জন থাই মহিলাকে। পুলিশের অনুমান, এখনও এমন কাগজ পেশ করা প্রায় ২০ জন ভারতীয় পুরুষ সে দেশে রয়েছে। অন্যদিকে এসব পুরুষদের নকল বউ সাজা থাই মহিলা রয়েছে ৬ জন। যাদের খোঁজ শুরু হয়েছে।

পুলিশ জানাচ্ছে, এইসব থাইল্যান্ডের মহিলাদের ৫০০ থেকে ৫ হাজার থাইল্যান্ডের মুদ্রা ভাটে ভাড়া নিয়েছিল ভারতীয় পুরুষরা। তাদের গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করেই এই চক্রের মূলে পৌঁছতে চাইছে পুলিশ।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts