World

২ গ্যাংয়ের গুলি‌যুদ্ধ, প্রাণ গেল ১ ভারতীয় সহ ২ পর্যটকের

Published by
News Desk

পর্যটকদের নিয়ে বেড়াতে বেরিয়েছিল একটি বাস। সেই বাস রাতে ডিনারের জন্য দাঁড় করায় একটি মলের সামনে। সেখানে পর্যটকরা নেমে যান খেতে। বাস চলে যায় পার্কিং লটে। থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংককের ওই রেস্তোরাঁয় খাওয়া শেষ করে পর্যটকরা বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়ে ওই এলাকায় আচমকাই ২টি গ্যাংয়ের মধ্যে গুলির লড়াই শুরু হয়।

২ পক্ষই একে অপরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। মাঝে পড়ে যান বাসের জন্য অপেক্ষারত পর্যটকরা। গুলি গিয়ে লাগে তাঁদের গায়ে। লুটিয়ে পড়েন ৭ জন। তাঁদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ পর্যটককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত ২ জনের মধ্যে ১ জন ভারতীয়। নাম গাখরেজর ধীরজ। অন্যজন লাওসের এক পর্যটক। এছাড়া ৫ আহতের হাসপাতালে চিকিৎসা চলছে। যাঁদের মধ্যে ২ জন ভারতীয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk