World

ভিডিওর উত্তেজনায় নিজেকে ক্ষতবিক্ষত করলেন যুবক

Published by
News Desk

যৌবনে উত্তেজক ছবির মায়াবী দুনিয়ার হাতছানি এড়াতে পারেননা অনেকেই। থাইল্যান্ডের খেট নং চক এলাকার বাসিন্দা হুইসানু স্রিসানাও তার ব্যতিক্রম নয়। গত ১৫ মার্চের ঘটনা। ঐদিন রাতে আবাসনের ৪ তলায় নিজের ঘরে আয়াস করে ফোনে ভিডিও দেখতে বসেন ৩০ বছরের যুবক হুইসানু। ভিডিও দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠেন তিনি। উত্তেজনার চোটে উন্মাদপ্রায় অবস্থা হয় যুবকের। একছুটে তিনি পৌঁছে যান রান্নাঘরে। সেখান থেকে একটা ছুরি নিয়ে ফের স্মার্ট ফোন হাতে বসে পড়েন ভিডিও দেখতে।

তারপরই ভয়ংকর কাণ্ডটা ঘটান তিনি। ভিডিও দেখতে দেখতে একসময় ছুরি দিয়ে নিজের বিশেষ অঙ্গের চামড়া ফালাফালা করতে শুরু করে দেন ওই যুবক। শুরু হয় রক্তক্ষরণ। প্রচুর পরিমাণে রক্তপাত হতে দেখে ভয়ে একসময় হাত পা ঠান্ডা হয়ে যায় তাঁর। দ্রুত ভিডিও দেখা বন্ধ করে হাসপাতালে ফোন করেন ওই যুবক। রাতেই তাঁর ফ্ল্যাটে হাজির হয় মেডিক্যাল টিম। অবাক চোখে তাঁরা দেখেন, রক্তাক্ত অঙ্গ হাত দিয়ে চেপে ধরে হতভম্বের মত বসে আছেন ওই যুবক। তাড়াতাড়ি জখম যুবককে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেন তাঁরা। প্রাথমিক চিকিৎসার পর ওই যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Share
Published by
News Desk