Categories: World

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন মুলুক

Published by
News Desk

ঘড়িতে রাত বটে। তবে টেক্সাসের রাজধানী অস্টিনে তখন আলোর রোশনাই। উইকএণ্ডের আনন্দ, হুল্লোড়। কিন্তু সেই খুশির পরিবেশ এক নিমেষে চেহারা নিল আতঙ্কের। প্রাণ ভয়ে ছুটতে দেখা গেল বিভিন্ন বয়সের মানুষকে।

অস্টিন পুলিশ জানিয়েছে, শনিবার রাতে আচমকাই অস্টিন শহরের একটি এলাকার কয়েকটি জায়গায় এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ১ বন্দুকবাজ। প্রাণভয়ে ছুটতে থাকেন মানুষজন। বন্দুকবাজের ছোঁড়া গুলিতে ১ মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্য ২ মহিলা ও ১ পুরুষকে গুলিবিদ্ধ অবস্থা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্টিন শহরের বাসিন্দাদের ঘরেই থাকার অনুরোধ করে পুলিশ। এলাকা ধরে বন্দুকবাজের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Share
Published by
News Desk