আকাশ থেকে গম চাষের জমিতে নেমে এল এক অদ্ভুত যন্ত্র, ভিনগ্রহী যান ভেবে ভীত মহিলা
আকাশ থেকে আস্তে আস্তে নেমে এল এক বিশাল যন্ত্র। তবে কি এটা ভিনগ্রহীদের কোনও যান, নাকি অন্য কিছু। ভয়ে সিঁটিয়ে গেলেন মহিলা।

রোদ ঝলমলে দিন। নীল আকাশে কোথাও কিছু নেই। আচমকা একটা কিছু আকাশে ভাসতে দেখলেন এক মহিলা। কি ওটা তা বোঝা যাচ্ছেনা। কিন্তু ভেসে বেড়াচ্ছে। শুধু ভাসছে না, ধীরে ধীরে নেমেও আসছে।
যেটা নেমে আসছে সেটা একটা বিশাল যন্ত্র। যেটা একটা দানবের মত চেহারার প্যারাসুটে ভেসে নেমে আসে মাটিতে। অবশেষে সেটি এসে বসে একটি গম ক্ষেতের মাঝে। তবে কি তাঁর পড়শির গম ক্ষেতে নেমে এল ভিনগ্রহীরা!
ভয় আর কৌতূহল নিয়ে মহিলা এগিয়ে যান যন্ত্রটির দিকে। আয়তনে সেটি বেশ বড়। একটি বড় গাড়ির সমান। কাছে পৌঁছতে যন্ত্রটির গায়ে নাসা লেখাটি দেখতে পান ওই মহিলা। তাহলে ভিনগ্রহীদের কিছু নয়। আতঙ্ক কাটে মহিলার।
দ্রুত খবরটা জানাজানি হয়। নাসা থেকে যোগাযোগ করা হয়। ওটা যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসারই মহাকাশ গবেষণার যন্ত্র তা নিয়ে কোনও দ্বিমত ছিলনা। সেটা মহাকাশে পাঠানো হলেও পরে সেটির কোনও খোঁজ নাসাও পাচ্ছিল না। অবশেষে সেটি এভাবে নেমে এল পৃথিবীর বুকে।
এদিকে গম ক্ষেতের ওপর বসে আছে নাসার বিশাল মহাকাশ গবেষণার যন্ত্র, এটা জানতে পেরে আশপাশ থেকে বহু মানুষ ছুটে আসেন টেক্সাসের ওই গম ক্ষেতে।
এদিকে ওই যন্ত্রটি অবশেষে গম ক্ষেতে নেমে এসেছে জানার পর নাসার তরফ থেকে সেটিকে উদ্ধার করা হয়। একটি ট্রাকে চাপিয়ে সেটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।