World

সঙ্গে টাকাকড়ি কিছু নেই, শপিং মলে উইন্ডো শপিং অনাহুত অতিথির

ঝাঁ চকচকে শপিং মল। সেখানে অনেক ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। তারমধ্যেই একজনকে উইন্ডো শপিং করতে দেখা গেল। অনাহুত সে অতিথির হাতে কোনও টাকাকড়ি ছিলনা।

শপিং মলে প্রতিদিনের মত ভিড় উপচে পড়ছিল। মানুষজন কেনাকাটা করতে ব্যস্ত। তারমধ্যেই তাঁদের নজর গিয়ে পড়ল একজনের ওপর। তাঁদের চেয়ে চেহারায় অনেকটাই ছোট। তায় আবার সারা গায়ে কাঁটা।

দেখা গেলেও তার ধারেকাছে ঘেঁষার সাহস কেউ দেখালেন না। যদিও মানুষের সঙ্গেই পায়ে পা মিলিয়ে সে অনাহুত অতিথি উইন্ডো শপিংয়ে ব্যস্ত। কাউকে কোনওরকম বিরক্ত না করে সে জিনিসপত্রের দিকে অবাক চোখে তাকিয়েছিল। ঘুরছিল এদিক ওদিক।

কিন্তু মানুষের সঙ্গে পা মিলিয়ে তাকে এই নিজের মত করে উইন্ডো শপিং করতে দিল না শপিং মলের কর্তৃপক্ষ। তারা দ্রুত খবর পাঠায় অ্যানিম্যাল কন্ট্রোল অফিসে।

সেখান থেকে আধিকারিকরা হাজির হন টেক্সাসের এই লা ফ্রন্টেরা নামে শপিং মলে। তারপর তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে সজারুটিকে পাকড়াও করে ফেলেন। পুরে ফেলা হয় খাঁচায়।

প্রথমে অবশ্য যাঁরাই কালো সজারুটিকে দেখেন তাঁরাই মনে করেন সেটি ব়্যাকুন। কিন্তু পরে ভুল ভাঙে। বুঝতে পারেন এ প্রাণি কাঁটাবহুল। এ সজারু ছাড়া অন্য কোনও প্রাণি নয়।

এদিকে সজারুটিকে খাঁচায় বন্দি করে শপিং মল থেকে নিয়ে যাওয়া হলেও তাকে খাঁচায় বন্দি রাখা হয়নি। সজারুটিকে তার পরিচিত প্রকৃতির বুকে ছেড়ে দেন অ্যানিম্যাল কন্ট্রোলের আধিকারিকরা। তবে সে শহরের মধ্যে ওই শপিং মলে পৌঁছে গেল কীভাবে তা পরিস্কার নয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *