World

একইদিনে এমএ পাশ করে মা ও ছেলে বিরল নজির গড়লেন

এমন ঘটনা সচরাচর দেখা যায়না। মা ও ছেলে যে একইদিনে তাঁদের স্নাতকোত্তর ডিগ্রি পেতে পারেন তা দেখা গেল। একইদিনে পেলেন শংসাপত্র।

Published by
News Desk

মা ও ছেলে যে একইদিনে তাঁদের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে পারেন তা কল্পনা করা মুশকিল। কারণ অবশ্যই তাঁদের বয়সের দূরত্ব। সেই সঙ্গে পড়াশোনার ধারাবাহিকতার প্রশ্নও সেখানে এসেই পড়ে। কিন্তু বিশ্বে কোনও কিছুই অসম্ভব নয়। সেটাই দেখা গেল।

ছেলে স্নাতক হওয়ার পর ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত থাকতে পছন্দের বিষয় বেছে নিয়েছিলেন এমএ করার জন্য। লিবারাল আর্টস নিয়ে তিনি পড়াশোনা করে স্নাতকোত্তর পাশ করেন। তিনি পড়াশোনার ধারাবাহিক গতির সঙ্গেই চলে এই ডিগ্রি অর্জন করেন।

কিন্তু তাঁর মা ব্র্যান্ডি ফিল্ডস দেখিয়ে দিলেন পড়াশোনার সঙ্গে বিচ্ছেদের পরও ইচ্ছা থাকলে ফিরে আসা যায়। পড়াশোনা করা যায়। ডিগ্রিও অর্জন করা যায়। অবশ্যই সংসার সামলে আচমকা নতুন করে পড়াশোনা শুরু করাটা তাঁর জন্য একটা চ্যালেঞ্জ তো ছিলই।

তবে তিনি পিছিয়ে আসেননি। বরং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করে এমএ ডিগ্রি অর্জন করে নিলেন তাঁরই ছেলের বিশ্ববিদ্যালয় থেকে।

মা ও ছেলে একইসঙ্গে এমএ পড়া শুরু করেন ওই বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে পাশ করে স্টেজে একই দিনে উঠলেন স্নাতকোত্তর ডিগ্রি হাতে তুলে নিতে। অবশ্যই ২ জনের জন্যই দিনটি ছিল আবেগপ্রবণ এবং চিরদিন স্মৃতির মণিকোঠায় সাজিয়ে রাখার মত।

২ জনে এমএ ডিগ্রি অর্জন করে সেই বিশেষ পোশাকে ছবিও তোলেন। আমেরিকার বাসিন্দা মা ও ছেলে টেক্সাস ক্রিস্টিয়ান বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করলেন।

Share
Published by
News Desk