World

আকাশে রহস্যময় আলোর ছটা কি ভিনগ্রহের যান, ঘুম হল না অনেকের

রাতের আকাশে আচমকা এক আলোর ছটা দেখে চোখ আটকে যায় অনেকের। যা দেখছেন তা কি ভিনগ্রহের যান। সেকথাই মাথায় ঘুরতে থাকে।

Published by
News Desk

রাতের আকাশে তেমন অস্বাভাবিক কিছু ঘটলে মানুষের নজর সেদিকে চলেই যায়। তাই যেই ওই আলোকছটা ঝলসে ওঠে রাতের আকাশে, অনেকের চোখই সেদিকে চলে যায়।

এমনিতেই ভিনগ্রহের যান, ভিনগ্রহী মানুষের আনাগোনার কথা লোকমুখে ঘোরে। অনেকেই বিশ্বাস করেন ভিনগ্রহীরা মাঝে মাঝেই পৃথিবীতে আসে। তারা যে যানে চেপে আসে তা সাধারণভাবে গোলাকার হয়।

তাতে উজ্জ্বল আলো জ্বলে। রাতের আকাশে এক রহস্যময় আলোর ছটা সোমবার রাতে টেক্সাসের সান অ্যান্টোনিও-র বাসিন্দাদের ঠিক তেমনই একটা সন্দেহে ফেলে দিল। তাঁদের অনেকেরই মনে হয় ওটা ভিনগ্রহীদের যান হতে পারে।

আমেরিকার নানা প্রান্তে এই ভিনগ্রহীদের আনাগোনা নিয়ে নানা কাহিনি ঘুরে বেড়ায়। এমন একটা রহস্যময় আলো এক্ষেত্রেও তেমনই এক সন্দেহের অবকাশের জন্ম দিয়েছিল।

ফলে রাতে অনেকেই দীর্ঘ সময় জেগে কাটান। অনেকেই মনে করেন তাঁরা স্বচক্ষে ইউএফও বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট দেখেছেন। অনেকে আবার ওটা কোনও গ্রহাণু বা উল্কা বলেও ব্যাখ্যা করেন।

জল্পনা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। ছবি তোলাও শুরু হয়ে যায়। অবশ্য ওটা ভিনগ্রহীদের যান নয় বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। ওটা গ্রহাণু বা উল্কাও নয়।

বরং তাঁদের দাবি, ওটা আসলে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট। স্পেসএক্স জানিয়েছে ওটা তাদের ফ্যালকন রকেট হতেই পারে। কারণ ওই সময় সেটার অবস্থান টেক্সাসের ওপরই থাকার কথা।

Share
Published by
News Desk

Recent Posts