World

২ মেয়েকে গুলি করে মারল মা

Published by
News Desk

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ২ মেয়েকে গুলি করে হত্যার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। শুধু ২ মেয়ে নয়, স্বামীকেও মারতে গিয়েছিল ওই মহিলা। কিন্তু বরাত জোরে বেঁচে যান স্বামী। বন্দুক বিকল হওয়ায় তাক করলেও তাঁকে গুলি করতে পারেনি তাঁর স্ত্রী। অন্তত এমনই অভিযোগ করেছেন ধৃত মহিলার স্বামী।

টেক্সাসের মাবাঙ্ক পুলিশের হেল্প লাইনে প্রথমে রাত ১১টা ১৯-এ একটি ফোন আসে। যেখানে জেকব হ্যান্ডারসন নামে এক ব্যক্তি সাহায্যের আর্তি জানিয়ে বলেন তাঁর স্ত্রী আত্মহত্যা করার হুমকি দিচ্ছে। এমনভাবে বাড়ির ভেতর থেকে চিৎকার করছে যেন কেউ তাকে ধরতে আসছে। এর কয়েক মিনিট পরে পুলিশকে ফোন করে জেকব জানান যে আপাতত কোনও সাহায্য লাগবে না, পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু রাত ২টো ২৪-এ ফের জেকব পুলিশ স্টেশনে ফোন করে জানান, তাঁর স্ত্রী সারা নিকোল হ্যান্ডারসন তাঁদের দুই কন্যাসন্তানকে গুলি করেছে। বর্তমানে সারা জেল হেফাজতে রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই মহিলা ২ সপ্তাহ ধরে খুনের ছক কষছিল।

Share
Published by
News Desk