Entertainment

ব্যাটম্যান সিনেমা দেখতে হলে হাজির আসল বাদুড়, পালালেন দর্শকরা

‘দ্যা ব্যাটম্যান’ সিনেমা দেখতে চিরকালই হলে ভিড় জমিয়েছেন সব বয়সের মানুষ। এবারও সেটাই হয়েছিল। তবে এবার দর্শকদের ভিড়ে হাজির হল আসল বাদুড়ও।

Published by
News Desk

তাদের নিয়ে সিনেমা তৈরি হয়েছে। এক মানুষ নাকি তাদের মত চেহারা নিয়ে তাদের মত ক্ষমতা ধরছে। এমনকি অনেক ক্ষেত্রে তাদেরকে ছাপিয়েও যাচ্ছে। এমন কিছুই কি তার কানে উঠেছিল? তাই কি খতিয়ে দেখতে সশরীরে হাজির হয়েছিল সিনেমা হলে?

এটা অবশ্য সঠিক করে বলা মুশকিল। কারণ তা ওই বাদুড়টিরই কেবল জানা আছে যে সে কেন হলে ঢুকেছিল। তবে এ এক আজব সমাপতন। সিনেমার পর্দায় যখন ‘দ্যা ব্যাটম্যান’ দেখানো চলছে, ঠিক তখনই সিনেমা হলে দর্শকদের মাথার ওপর উড়ে বেড়াল একটি বাদুড়।

বাদুড়টি নজরে পড়তেই শুরু হয় হইচই। অনেকে মোবাইল ক্যামেরায় সেই ছবিও তুলে ফেলেন। এদিকে হল ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। বলা তো যায়না, কখন বাদুড়ের মর্জি হবে কারও ওপর চেপে তাঁকে কামড় বসায়!

সিনেমার শো বন্ধ হয়ে যায়। সিনেমাহল কর্তৃপক্ষ খবর দেন বন দফতরে। নিজেরাও কোনওভাবে বাদুড়কে আটক করা যায় কিনা সে চেষ্টা শুরু করেন। কিন্তু কোনও ফল হয়নি।

অগত্যা শো বন্ধ করে টিকিটের টাকা ফেরত দেয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে বাদুড়টি নিজের মত হলে উড়ে বেড়ালেও কারও কোনও ক্ষতি করেনি।

প্রশ্ন উঠছে সিনেমাহলে যখন সিনেমা চলে তখন চারদিক বন্ধ থাকে। সেখানে বাদুড়টা হাজির হল কীভাবে? এমনও কয়েকজনের ধারনা যে কেউ চাঞ্চল্য ছড়ানোর জন্য ইচ্ছা করেই ব্যাগে করে বাদুড়টিকে এনে একসময় হলে ছেড়ে দেন। যদিও সঠিক কারণ এখনও অজানা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে।

Share
Published by
News Desk