World

মূর্তিমান আতঙ্ক, নগ্ন বন্দুকবাজের গুলিতে মৃত ৪

Published by
News Desk

সবাই বাড়ির দরজা বন্ধ করে দিন। ঘরের বাইরে বার হবেন না। তবে বাড়ির ভেতর থেকে নজর রাখুন। যদি এলাকায় কোনও ফর্সা, ছোট ছোট চুলের নগ্ন ব্যক্তিকে দেখতে পান তখনই পুলিশকে খবর দিন। রবিবার ভোররাতে আমেরিকার টেনেসির ন্যাশভিল শহরের ওয়াফল হাউস এলাকায় পুলিশের এমন এক বার্তা বাসিন্দাদের ঘুম ছুটিয়ে দেয়। দেওয়ার কারণও ছিল। বন্দুক হাতে এক নগ্ন যুবক ততক্ষণে ৪ জনকে গুলি করে হত্যা করেছে। সদর্পে ঘুরে বেড়াচ্ছে এলাকায়। ৪ জন তার কোপে পড়ে জখমও হয়েছেন।

যুবকের হাতে এআর-১৫ অ্যাসল্ট রাইফেল রয়েছে বলে জানতে পারে পুলিশ। কাছাকাছি একটি গ্রামের বাসিন্দা ওই যুবককে শনাক্তও করতে পারে পুলিশ। এদিকে মূর্তিমান আতঙ্কের মত ঘুরে বেড়ানো ওই যুবকের ভয়ে গোটা এলাকা ঘরের মধ্যে আশ্রয় নেয়। একটাই খবরের প্রতীক্ষায়। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে বা গুলি করে খতম করেছে।

Share
Published by
News Desk