World

ফোন কেড়ে নেওয়ায় মাস্টারমশাইয়ের চোখে মরিচগুঁড়ো ছিটিয়ে দিল ছাত্রী

ছাত্রীর ফোন কেড়ে নেওয়ায় তাঁকে যে সকলের সামনে এতটা হেনস্থার শিকার হতে হবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি মাস্টারমশাই।

Published by
News Desk

স্কুলে ক্লাস চলছিল। ক্লাসে ছাত্রছাত্রীদের একটি টাস্ক করতে দিয়েছিলেন মাস্টারমশাই। সকলেই সেই কাজ করছিল। সেখানেই মাস্টারমশাইয়ের নজরে পড়ে এক ছাত্রী তার ফোনে গুগল সার্চ করে উত্তরগুলি লিখছে।

এভাবে প্রশ্নের উত্তর নকল করতে দেখার পর মাস্টারমশাই ওই ছাত্রীর হাত থেকে ফোনটি কেড়ে নেন। জানিয়ে দেন ক্লাসে সে তার ফোন ফেরত পাবেনা। এতেই রেগে যায় ওই ছাত্রী।

সে কার্যত মাস্টারমশাইকে জোর করতে থাকে যাতে তিনি ফোন ফেরত দেন। মাস্টারমশাইয়ের হাত থেকে ফোনটি কেড়ে নেওয়ারও চেষ্টা করে।

কিন্তু মাস্টারমশাই তাকে সরিয়ে দেওয়ায় ওই হাইস্কুলের ছাত্রী মাস্টারমশাইয়ের চোখে মচিরগুঁড়ো স্প্রে করে দেয়। চোখ জ্বলতে শুরু করায় কার্যত ককিয়ে উঠে মাটিতে বসে পড়েন ওই শিক্ষক। যন্ত্রণা হতে থাকে তাঁর।

এসব আওয়াজ পেয়ে পাশের ক্লাস থেকে এক শিক্ষক বেরিয়ে এসে ওই ছাত্রীকে সাফ জানিয়ে দেন সে তার ফোন ফেরত পাবেনা। কিন্তু ওই ছাত্রী চিৎকার করে বলতে থাকে তার ফোনটা ফেরত চাই।

পুরো ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে মোবাইলে। তারপর তা সোশ্যাল সাইটে ছড়িয়েও পড়েছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ন্যাশভিল এলাকার অ্যান্টিওক হাইস্কুলে।

ঘটনাটি দেখার পর অনেকেই ওই ছাত্রীর স্পর্ধা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন শিক্ষককে প্রকাশ্যে এভাবে হেনস্থাও মেনে নিতে পারেননি অধিকাংশ মানুষ। ঘটনাটি রীতিমত হইচই ফেলেছে।

Share
Published by
News Desk

Recent Posts