Categories: Business

সাইরাস মিস্ত্রি ‘আউট’! রতন টাটা ‘ইন’!

Published by
News Desk

সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিল বোর্ড। এদিন বোর্ডের বৈঠকে হওয়া এমন সিদ্ধান্তে অবাক ভারতীয় বাজার। নুন থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি, ভারতীয় এই সংস্থার ঝুলিকে রয়েছে বহু ব্যবসা। সেই সব ব্যবসা যে ছাতার তলায় রয়েছে তার নাম টাটা সন্স।

২০১২ সালের ডিসেম্বরে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান রতন টাটা। সেই জায়গায় আসেন অপেক্ষাকৃত তরুণ সাইরাস মিস্ত্রি। কিন্তু এদিন তাঁকে সরিয়ে ফের রতন টাটাকেই অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে ফিরিয়ে আনল বোর্ড। সেইসঙ্গে রতন টাটা, রণেন সেন, বেণু শ্রীনিবাসন ও অমিত চান্দ্রাকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। যাদের কাজ হবে আগামী ৪ মাসের মধ্যে সংস্থার একজন স্থায়ী চেয়ারম্যানের খোঁজ করা। সংস্থার তরফে সাইরাসকে সরানোর সঠিক কারণ জানানো হয়নি।

Share
Published by
News Desk
Tags: Tata

Recent Posts