Sports

কলকাতায় মাথায় নাকামুরা, আরোনিয়ান, ড্র করেই চলেছেন আনন্দ

Published by
News Desk

বাকি আর ১টা দিন আর ৩টে ম্যাচ। তার আগে শনিবার কলকাতায় তারকাখচিত টাটা স্টিল চেস ইন্ডিয়া ২০১৮ চ্যাম্পিয়নশিপে আর্মেনিয়ার লেভন আরোরিয়ান ও আমেরিকার হিকারু নাকামুরা সাড়ে চার পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার শীর্ষে অবস্থান করছেন। সেখানে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তথা স্পিড ও ব্লিৎজ গেমের সম্রাট হিসাবে খ্যাত আনন্দ পরপর ৬টি ম্যাচ ড্র করে ৩ পয়েন্টে রয়েছেন।

এদিন কলকাতার ছেলে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়কে ইতালিয়ান ওপেনিং খেলে চাপে ফেলে দেন আরোনিয়ান। সেই চাপ নিতে পারেননি সূর্যশেখর। হেরে যান। প্রসঙ্গত এই প্রতিযোগিতায় সূর্যশেখরের ফল খুবই খারাপ। মাত্র ১ পয়েন্ট সংগ্রহে রয়েছে তাঁর। কার্যত প্রতিযোগিতার শেষে অবস্থান করছেন তিনি। এদিন সূর্যশেখরকে হারিয়ে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে যান আরোনিয়ান।

অন্য ম্যাচে স্পিড চেস সুপারস্টার হিসাবে খ্যাতি অর্জন করা আমেরিকার হিকারু নাকামুরার বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন মেমেদিয়ারভ। সমানে সমানে লড়াই চলছিল। কিন্তু ৩৩ তম চালে ঘোড়ার চালে মারাত্মক ভুল করে ফেলেন মেমে। সেই সুযোগ হাতছাড়া করেননি নাকামুরা। ম্যাচ এরপর হাতের মুঠোয় করে ফেলেন তিনি।

পরের ম্যাচে‌ মেমেদিয়ারভ মুখোমুখি হন বিশ্বনাথন আনন্দের। সেই ম্যাচে অবশ্য ভুল করেননি তিনি। আনন্দকে ড্র করতে বাধ্য করেন তিনি। আনন্দের ওপরে অবস্থান করছেন ভারতে ২ নম্বর দাবাড়ু পি হরিকৃষ্ণ। তাঁর সংগ্রহ সাড়ে ৩ পয়েন্ট। অন্য ভারতীয় তারকা নিহাল সারিনের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। রবিবার শেষ দিনে কে কাপ নিয়ে যান সেটাই দেখার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News