Sports

চ্যাম্পিয়ন নাকামুরা, আনন্দকে হারালেন সূর্যশেখর

Published by
News Desk

কলকাতায় অনুষ্ঠিত টাটা স্টিল চেস ইন্ডিয়া ২০১৮ ব়্যাপিড টুর্নামেন্টে নিজের জায়গা ধরে রেখে চ্যাম্পিয়ন হলেন আমেরিকার হিকারু নাকামুরা। ৯ ম্যাচের গেমে ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন তিনি। পান চ্যাম্পিয়নের ট্রফি সহ ১০ হাজার মার্কিন ডলারের প্রথম পুরস্কার। দ্বিতীয় স্থান দখল করে ফের চমক দিলেন ভারতের ২ নম্বর দাবাড়ু পি হরিকৃষ্ণ। আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ানের সমান পয়েন্ট লাভ করেন হরিকৃষ্ণ। ২ জনেরই সংগ্রহ সাড়ে ৫ পয়েন্ট। কিন্তু হিসেব মত হরিকৃষ্ণ দ্বিতীয় হন। তৃতীয় স্থান পান বিশ্বের ৭ নম্বর দাবাড়ু অ্যারোনিয়ান।

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ৪ পয়েন্ট পেয়ে শেষ করেন সপ্তম স্থান দখল করে। প্রথম ৮টি ম্যাচ ড্র করার পর শেষ ম্যাচে মুখোমুখি হন তাঁর একসময়ের সেকেন্ড সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের। আনন্দের বিরুদ্ধে ক্যারোকান ডিফেন্স দিয়ে খেলা শুরু করেন সূর্ষশেখর। সেই ম্যাচ সূর্যের কাছে অবশেষে হেরে যান আনন্দ। তবে আনন্দের মত হেভিওয়েটকে হারিয়েও শেষ রক্ষা হয়নি। আড়াই পয়েন্ট নিয়ে সূর্যশেখর প্রতিযোগিতায় শেষ স্থান দখল করেন।

ভারতের অন্য ২ দাবা প্রতিভা বিনীত গুজরাটি ও নিহাল সারিন স্থান পান যথাক্রমে অষ্টম ও নবম। বিনীত গুজরাটি শেষ করে আনন্দের সমান পয়েন্ট করে। কিন্তু তিনি অষ্টম হন। ৩ পয়েন্টে শেষ করেন নিহাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts