Business

ফের প্রকাশ্যে টাটা-সাইরাস হাইপ্রোফাইল লড়াই

Published by
News Desk

কিছুদিন ঠান্ডা থাকার পর ফের প্রকাশ্যে রতন টাটা-সাইরাস মিস্ত্রির কাদা ছোঁড়াছুঁড়ি। টাটা সন্সের তরফে রবিবার দাবি করা হয় ২০১১ সালে টাটা সন্সের চেয়ারম্যান হওয়ার জন্য ভুল বুঝিয়েছিলেন সাইরাস মিস্ত্রি। সিলেকশন কমিটিকে ভুল বুঝিয়ে চেয়ারম্যানও হন তিনি। কিন্তু ক্ষমতায় এসে তিনি কোনও প্রতিশ্রুতি রক্ষা করেননি। বরং নিজের ক্ষমতাবলে সংস্থাকে দুর্বল করে দিচ্ছিলেন তিনি।

বিবৃতিতে কর্পোরেট গভর্ন্যান্সে মিস্ত্রির চিঠি নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছে টাটা সন্স। এদিকে চুপ করে বসে নেই সাইরাস মিস্ত্রিও। টাটা সন্সের অন্যতম ডিরেক্টর বিজয় সিং অগস্তাওয়েস্টল্যান্ড কেলেঙ্কারিতে জড়িতে বলে দাবি করে রবিবার শোরগোল ফেলে দিয়েছেন তিনি।

Share
Published by
News Desk
Tags: Tata

Recent Posts