Business

ফের বোমা ফাটালেন সাইরাস মিস্ত্রি

Published by
News Desk

সাইরাস মিস্ত্রি ও টাটাদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি অব্যাহত। টাটা সন্স থেকে বার করে দেওয়া প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি এদিন তাঁর তৃতীয় চিঠি বোমা ছুঁড়লেন। লক্ষ্য ছিল সোজা রতন টাটা। চিঠিতে মিস্ত্রি বলেন, সংস্থাকে মুনাফার মুখ দেখানোর ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা নেই বলে যে প্রচার হচ্ছে তা সম্পূর্ণ ভুল। বরং রতন টাটা সবসময় তাঁর ইগো নিয়ে চলেন।

একসময়ে টিসিএসকে আইবিএমের কাছে তিনি বিক্রি করে দিতে চেয়েছিলেন বলেও এদিন দাবি করেন সাইরাস। তাঁর আরও দাবি, ব্রিটিশ স্টিল সংস্থা কোরাসকে দ্বিগুণ দামে কিনে নিয়েছিলেন রতন টাটা। যা কেবলই তাঁর ইগোর ফসল ছিল। কিন্তু আদপে সেই সিদ্ধান্ত টাটার জন্য মোটেও ভাল ছিলনা বলে দাবি করেন মিস্ত্রি।

Share
Published by
News Desk
Tags: Tata

Recent Posts