Business

ব্যাকফুটে সাইরাস, আটঘাট বেঁধে এগোচ্ছে টাটা সন্স

Published by
News Desk

বিশ্বাসভঙ্গ করেছেন সাইরাস মিস্ত্রি। টাটার সব গ্রুপের ওপর নিজের অধিকার কায়েম করার চেষ্টা করছিলেন তিনি। বৃহস্পতিবার খোলাখুলি এমন অভিযোগ করল টাটা গ্রুপ। কিছুদিন আগে এই টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরানো নিয়ে কর্পোরেট দুনিয়ায় হৈচৈ পড়ে যায়। সাইরাসকে সরিয়ে ফের রতন টাটাকেই অন্তর্বর্তী চেয়ারম্যান হিসাবে নিয়োগ করে টাটা সন্স। যাতে প্রথম দিকে চুপ থাকলেও পরে খোলাখুলি রতন টাটার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছিলেন সাইরাস।

এবার তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে পাল্টা চাল চালল টাটা সন্স। সেইসঙ্গে সাইরাসকে এদিন ফের একটা বড়সড় ঝটকা দিয়েছে তারা। দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা টিসিএস-এর চেয়ারম্যান পদ থেকেও সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দিয়েছে টাটা সন্স। টিসিএসে টাটা সন্সের শেয়ার প্রায় ৭৪ শতাংশ। সেই জোরেই টিসিএসের অন্তর্বর্তী চেয়ারম্যান করা হয়েছে ইসাত হুসেনকে। যিনি বর্তমানে ‌টাটা স্কাই ও ভোল্টাস-এর দায়িত্ব সামলাচ্ছেন। সাইরাসের চিন্তা আরও বাড়িয়েছে টাটার হোটেল ব্যবসার শেয়ার হোল্ডারদের জরুরি বৈঠকের ডাক। সাইরাস বেশ বুঝতে পারছেন তাজ হোটেল গ্রুপ থেকেও তাঁকে সরিয়ে দেওয়ার ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে টাটা সন্স।

Share
Published by
News Desk
Tags: Tata

Recent Posts