Categories: Business

ই-মেলে ক্ষোভ উগরে দিলেন সাইরাস

Published by
News Desk

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার ২ দিন পর অবশেষে ই-মেলে নিজের ক্ষোভ উগরে দিলেন সাইরাস মিস্ত্রি। সূত্রের খবর, ই-মেলে সংস্থার সদ্য প্রাক্তন চেয়ারম্যানের দাবি, সারাক্ষণ তাঁর কাজে নাক গলাতেন রতন টাটা। তাঁকে ঠিক করে কাজ করতে দেওয়া হতনা। এমন একটা পরিস্থিতির তৈরি করা হয়েছিল যে তাঁর কাজকে চরম ব্যর্থ বলে মনে হয়। অথচ তাঁর দাবি টাটা সংস্থা একের পর এক অলাভজনক ব্যবসায় অর্থ লগ্নি করে ব্যবসার ক্ষতি করেছে। যা থেকে ১৮ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। তাঁকে এভাবে সরিয়ে দেওয়ায় তিনি হতবাক বলে জানিয়ে সাইরাসের দাবি, কর্পোরেট ইতিহাসে এমন ঘটনার নজির নেই। তাঁর আরও দাবি, টাটা সন্সের বোর্ড সদস্যরা যাই বলুন, ২০২৫ সাল পর্যন্ত সংস্থার কর্পোরেট স্ট্র্যাটেজি তৈরি করে দিয়েছিলেন তিনি।

যদিও সাইরাসের এই বক্তব্য নিয়ে টাটা সন্সের তরফে কোনও বক্তব্য রাখা হয়নি। তবে সূত্রের খবর, সাইরাস মিস্ত্রির বিকেন্দ্রীকরণের নীতি নিয়ে অনেক বোর্ড সদস্যেরই আপত্তি ছিল।

Share
Published by
News Desk
Tags: Tata

Recent Posts