Categories: Business

চিন্তা নেই, ব্যবসায় মন দিন : রতন টাটা

Published by
News Desk

সংস্থার শীর্ষস্তরে রদবদল নিয়ে আতঙ্কিত হবেননা। বরং সংস্থার ব্যবসা বৃদ্ধিতে মন দিন। এদিন মুম্বইতে তাঁর বিখ্যাত বম্বে হাউস অফিসে বসে সংস্থার বিভিন্ন বিভাগের সিইওদের এমনই জানালেন টাটা সন্সের অন্তর্বর্তী চেয়ারম্যান রতন টাটা। সংস্থার কোনও সমস্যা নেই। তা ঠিকঠাক আছে। এই বার্তা পৌঁছে দিতেই রতন টাটার এই মন্তব্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এদিকে টাটা গোষ্ঠীর সবচেয়ে বড় শেয়ার হোল্ডার সাপুরজি পালনজি গোষ্ঠী। টাটা সন্সের ১৮ শতাংশ শেয়ার তাদের হাতে। এই গোষ্ঠীর কর্ণধার পালনজি মিস্ত্রির ছেলে সাইরাস মিস্ত্রি। তাঁকে এভাবে সরিয়ে দেওয়াটা যে সাপুরজি পালনজি গোষ্ঠী ভাল চোখে নেবে না তা বিলক্ষণ জানত কর্পোরেট জগত। প্রাথমিকভাবে মুখ না খুললেও সূত্রের খবর, সাইরাস মিস্ত্রিকে সরানো নিয়ে কোম্পানি ল্‌বোর্ডের দ্বারস্থ হচ্ছে সাপুরজি পালনজি গোষ্ঠী।

Share
Published by
News Desk
Tags: Tata

Recent Posts