World

টাটা স্টিল-এর প্লান্টে বিস্ফোরণ

Published by
News Desk

টাটা স্টিলের প্লান্টে বিস্ফোরণের জেরে আহত হলেন ২ কর্মী। তবে বাকিরা সুরক্ষিত। সংস্থার তরফেই একথা জানানো হয়েছে। পাশাপাশি ঘটনাটি যে ঘটেছে সেকথা কার্যত ট্যুইট করে মেনে নিয়েছে সংস্থাও। জানা গিয়েছে, স্টিল প্লান্টে যেভাবে গলিত লোহা ঝরে পড়ে, সেভাবেই ঝরে পরছিল গলিত লোহা। কাজ চলছিল পুরোদমে। আর ঠিক তখনও গলিত লোহা যেখানে পড়ছে সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই ওই অংশে আগুন ধরে যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ঘটনাটি ঘটেছে ব্রিটেনের টাটা স্টিল ইউরোপের পোর্ট ট্যালবট প্লান্টে। ওয়েলসের এই টাটা স্টিল প্লান্টে বিস্ফোরণের জেরে আতঙ্ক তো ছাড়াই। সেইসঙ্গে আগুন আরও আতঙ্ক বাড়িয়ে দেয়। দ্রুত অগ্নিনির্বাপণের যাবতীয় বন্দোবস্তকে ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়। ২ জন কর্মী যাঁরা আহত হয়েছেন তাঁদের আঘাত খুব গুরুতর নয় বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। তবে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা হয়।

কীভাবে এমন কাণ্ড ঘটল সে প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই সংস্থার তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগুন লাগার কারণ অনুসন্ধানের পাশাপাশি ক্ষয়ক্ষতি হিসাব করবে। তখনই জানা যাবে এই বিস্ফোরণ ও আগুন প্ল্যান্টের কতটা ক্ষতি করল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Tata

Recent Posts