Sports

ফুটবলের স্বার্থে গাঁটছড়া বাঁধল টাটা-অ্যাটলেটিকো

Published by
News Desk

অ্যাটলেটিকো দে কলকাতার নাম সকলের জানা। বিশ্বখ্যাত ফুটবল ক্লাব অ্যাটলেটিকো দে মাদ্রিদের সঙ্গে চুক্তি করেই এই নাম ব্যবহার করে কলকাতার দল। এবার সেই অ্যাটলেটিকো দে মাদ্রিদের সঙ্গে গাঁটছড়া বাঁধল টাটা ফুটবল অ্যাকাডেমি ও টাটা ট্রাস্ট। ভারতীয় ফুটবলের উন্নয়নের স্বার্থে এই উদ্যোগ বলে টাটার তরফে জানানো হয়েছে। এই গাঁটছড়াকে তাঁদের জন্য সম্মানের বলে ব্যাখ্যা করেছেন অ্যাটলেটিকো দে মাদ্রিদের মালিক মিগুয়েল অ্যাঞ্জেল গিল।

ভারতীয় তরুণ ও তৃণমূল স্তরের ফুটবলারদের মধ্যে ফুটবলের প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে টাটার তরফে জানানো হয়েছে। ভারতীয় ফুটবলকে উৎসাহ দান তাদের অন্যতম লক্ষ্য। এদিকে টাটা ফুটবল অ্যাকাডেমির সঙ্গে এই গাঁটছড়ার জেরে এখন থেকে টিএফএ-র নাম বদলে হল ‘টাটা অ্যাটলেটিকো ফুটবল অ্যাকাডেমিয়া’।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Tata

Recent Posts