National

পরলোকগমন করলেন জৈন সন্ন্যাসী তরুণ সাগর

Published by
News Desk

বয়স তেমন কিছু নয়। মাত্র ৫১ বছর। ভুগছিলেন জন্ডিস সহ বেশ কিছু শারীরিক সমস্যায়। অবশেষে শনিবার ভোর ৩টে ১৮ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জৈন সন্ন্যাসী তরুণ সাগর। তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে সর্বভারতীয় জৈন সংগঠন ভারতীয় জৈন মিলন। বেশ কিছুদিন দিল্লিরই একটি হাসপাতালে ভর্তি থাকার পর তিনি চলে এসেছিলেন দিল্লির রাধাপুরী জৈন মন্দিরে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ সাগর। তাঁর মৃত্যুতে জৈন ধর্মাবলম্বীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। শোক ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শোক প্রকাশ করে ট্যুইট করা হয় কংগ্রেস থেকেও।

মধ্যপ্রদেশে জন্ম হয় তরুণ সাগরের। আসল নাম ছিল পবন কুমার জৈন। তরুণ সাগরের কথা শুনতে বহু মানুষ হাজির হতেন। জীবন সম্পর্কে গভীর জ্ঞান ছিল তাঁর। তাঁর কথা শুনতে শুরু করলে অনেকে উঠতে পারতেন না। এমন এক মানুষের জীবনাবসানে শোকস্তব্ধ তাঁর ভক্তরা।

Share
Published by
News Desk
Tags: Tarun Sagar

Recent Posts