State

২৩ দিন পর ভক্তদের জন্য খুলে গেল তারাপীঠের দরজা

করোনা পরিস্থিতিতে দ্বিতীয় দফায় মন্দিরের দরজা বন্ধ করার পর ফের তা খুলল। ২৩ দিন পর ফের ভক্তরা প্রবেশাধিকার পেলেন।

Published by
News Desk

কলকাতা : দ্বিতীয় দফায় ফের ভক্তদের জন্য খুলে গেল বীরভূমের তারাপীঠ মন্দিরের দরজা। তবে স্বাস্থ্যবিধি মেনেই মন্দির খুলল। ১ অগাস্ট থেকে দ্বিতীয় বারের জন্য বন্ধ হয়েছিল মন্দির। তারমধ্যেই কৌশিকী অমাবস্যা পালিত হয় সেখানে। তবে ভক্তদের প্রবেশাধিকার ছাড়াই। তারাপীঠের চারধারে সংক্রমণ বাড়তে থাকায় ১ অগাস্ট থেকে মন্দির ভক্তদের জন্য বন্ধ করে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দরজা।

২৩ দিন বন্ধ থাকার পর অবশেষে কিন্তু ২৪ অগাস্ট থেকে ফের খুলে গেল মন্দিরের দরজা। প্রথম দফায় মন্দির খোলার পর যে স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের প্রবেশ করানো হচ্ছিল, তা এবারও বজায় রয়েছে। মন্দিরে প্রবেশের মুখেই থার্মাল গান দিয়ে দেহের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। তারপর ভক্তদের পার করতে হচ্ছে স্যানিটাইজার টানেল। ভক্তদের মুখে মাস্ক আবশ্যিক। তাছাড়া সামাজিক দূরত্ববিধি কড়াকড়িভাবে মন্দির চত্বরে মানতে হচ্ছে। গর্ভগৃহে কোনও ভক্তকে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। বাইরে থেকে দেখেই পুজো দিতে হচ্ছে।

করোনা পরিস্থিতিতে গত মার্চের মাঝামাঝি সময়ের পর থেকেই এক এক করে দেশের বিভিন্ন মন্দিরের দরজা বন্ধ হতে শুরু করেছিল। সেই তালিকায় ছিল তারাপীঠ মন্দিরের নামও। বীরভূমের প্রসিদ্ধ তারাপীঠ মন্দিরের দরজাও তখন ভক্তদের জন্য বন্ধ হয়ে যায়। তারপর দীর্ঘ প্রতীক্ষার শেষে রথের দিন তারাপীঠ মন্দিরের দরজা খোলে। ফের মন্দিরে প্রবেশের সুযোগ পান ভক্তরা। তবে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করা হয় করোনা ঠেকাতে।

তখন খুললেও জুলাই মাসের শেষের দিকে তারাপীঠের আশপাশে সংক্রমণ বাড়তে থাকায় ফের মন্দিরের দরজায় তালা পড়ে। গত ১ অগাস্ট থেকে বন্ধ হয়ে যায় মন্দির। ভক্তদের প্রবেশ নিষেধ করা হয়। সেই অবস্থা বলবত ছিল। অবশেষে ফের খুলল দরজা। ভক্তরা মাতৃ দর্শনের সুযোগ ফিরে পেলেন। তবে তারাপীঠ মন্দিরে যে আগে ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানোর প্রচলন ছিল তা বন্ধ রাখা হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts