State

খুলেও ফের বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দির

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের খুলেছিল তারাপীঠে মায়ের দরজা। কিন্তু ফের তা বন্ধ হচ্ছে।

Published by
News Desk

কলকাতা : করোনা আবহে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর রথযাত্রায় খুলে গিয়েছিল তারাপীঠ মন্দিরের দরজা। করোনা বিধি মেনে ভক্তদের প্রবেশাধিকার মিলছিল। কিন্তু তাও এবার বন্ধ হচ্ছে। ফের বন্ধ হয়ে যাচ্ছে তারাপীঠ মন্দিরের দরজা। আগামী ১ অগাস্ট থেকে তারাপীঠ মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মন্দির।

বীরভূমে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তারাপীঠের আশপাশেও করোনা সংক্রমণের খোঁজ মিলেছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে তারাপীঠ মন্দির ফের বন্ধ করছে মন্দির কর্তৃপক্ষ। ১ অগাস্ট থেকে বন্ধ হলেও কবে মন্দির ফের খুলবে তা জানা যায়নি। ফলে এতদিন যাও বা মন্দিরে প্রবেশ করে মা তারার দর্শন করতে পারছিলেন ভক্তরা তাও আর সম্ভব হবে না।

করোনা আবহে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর রথযাত্রার দিন খুলে গিয়েছিল তারাপীঠ মন্দির। ভক্তদের জন্য খুলেছিল দরজা। রথযাত্রার দিন ভোরে মঙ্গলারতি দিয়ে দরজা খোলে মন্দিরের। অবশ্য ভক্ত সমাগমে ছিল করোনা বিধিনিষেধ। মন্দিরে ১০ জনের বেশি ভক্তের প্রবেশ নিষেধ ছিল। মুখে মাস্ক বাধ্যতামূলক ছিল। স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে গিয়েই মন্দিরে প্রবেশ করা যাচ্ছিল। গর্ভগৃহেও ঢোকা মানা ছিল। লোহার বন্ধ গেটের বাইরে থেকে মাকে দর্শন করছিলেন ভক্তরা।

Share
Published by
News Desk

Recent Posts