State

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হাজার হাজার ভক্তের ঢল

Published by
News Desk

কৌশিকী অমাবস্যায় প্রতি বছরই তারাপীঠের মন্দিরে ভক্তের ঢল নামে। হাজার হাজার ভক্ত হাজির হন মা তারার পুজো দেখতে। এদিন বিশেষ পুজোর আয়োজন হয় এখানে। তন্ত্রপীঠ তারাপীঠে বৃহস্পতিবার সকাল থেকেই তাই ছিল ভক্তের ভিড়। বেলা যত গড়িয়েছে ততই ভিড় বেড়েছে। প্রচুর মানুষ এদিন পুজো দিতে বীরভূমের এই মন্দিরে হাজির হন।

বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তের ঢল সামলাতে মোতায়েন ছিলেন প্রচুর পুলিশ। প্রায় ৩ হাজার পুলিশকে এদিন মোতায়েন করা হয়েছে তারাপীঠ চত্বর ও তার আশপাশে। যাতে ভক্তের ভিড় সুষ্ঠুভাবে সামলানো সম্ভব হয়। কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদিও তারমধ্যেই এদিন আতঙ্ক ছড়াল তারাপীঠে। মন্দিরের পাশেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার সামনে দুপুরের দিকে একটি ব্যাগ পড়ে থাকাকে ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়।

পরিত্যক্ত ব্যাগটি রাখা ছিল দেওয়াল ঘেঁষে। কিন্তু এর কোনও দাবিদারকে খুঁজে পাওয়া যায়নি। এত মানুষের ভিড়। সেখানে এমন একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক চড়াতে দেরি হয়নি। পুলিশ দ্রুত ব্যাগটির চারপাশ ঘিরে ফেলে। খবর যায় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। দ্রুত হাজির হন বিশেষজ্ঞরা। তাঁরা পরীক্ষার পর নিশ্চিন্ত করেন যে ব্যাগটিতে কোনও বিস্ফোরক নেই। এদিন বিকেলে থেকে আরও ভক্তের ঢল নামে তারাপীঠে।

Share
Published by
News Desk
Tags: Tarapith

Recent Posts