Mythology

বাবা তারকনাথের কাছে কোন প্রার্থনা করলে মিলবে নিশ্চিত ফল

তারকেশ্বরে বাবা তারকনাথ বিরাজ করছেন রজো ও তমোগুণাশ্রিত হয়ে। এখানে শিব মানুষের জাগতিক কিছু কামনা বাসনা পূরণ করেন।

Published by
Sibsankar Bharati

তারকেশ্বরে বাবা তারকনাথ বিরাজ করছেন রজো ও তমোগুণাশ্রিত হয়ে। এখানে শিব মানুষের জাগতিক কিছু কামনা বাসনা পূরণ করেন।

যেমন সন্তান লাভ, বোবার বাকস্ফুরণ, বিদ্যার্থীর বিদ্যালাভের বাধা কাটিয়ে সাফল্যদান, নানান রোগ আরোগ্য ইত্যাদি বাসনা পূরণে সিদ্ধহস্ত তারকেশ্বরের বাবা তারকনাথ।

এখানে শিব রজোগুণে সর্বদা অবস্থান করলেও আর্থিক দৈন্যের হাত থেকে মুক্তির কামনা প্রায়ই পূরণ করেন না।

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts