Entertainment

ফের নানা পাটেকরকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

Published by
News Desk

বলিউডে নায়িকাদের সঙ্গে হেনস্তার অভিযোগ করে তোলপাড় ফেলেছিলেন একসময়ের বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। ২০১৮ সালে তিনি পুলিশে অভিযোগ করেন যে ‘হর্ন ওকে প্লিজজজজ’ সিনেমার সেটে তাঁকে নানা পাটেকরের হাতে হেনস্থার শিকার হতে হয়। সেই মামলায় কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার নামও ছিল। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করে। পরে তা বন্ধও করে দেয়। পুলিশ তাদের চূড়ান্ত রিপোর্টে জানায় তনুশ্রী যে দাবি করেছেন তার সমর্থনে কোনও প্রমাণ তাদের হাতে আসেনি।

পুলিশের এই দাবিতে রীতিমত ক্ষুব্ধ তনুশ্রী। সেইসঙ্গে তিনি ফের সরাসরি নানা পাটেকরের বিরুদ্ধে তোপ দেগেছেন। তনুশ্রী নানাকে স্বঘোষিত গডম্যান আসারাম বাপুর সঙ্গে তুলনা করেছেন। সেই আসারাম বাপু যিনি ২০১৮ সালে এক কিশোরীর সঙ্গে দুষ্কর্মের অভিযোগে জেলে রয়েছে। আসারাম বাপুর সঙ্গে নানার তুলনার পাশাপাশি বলিউডের বিখ্যাত মানুষজনের বিরুদ্ধেও মুখ খুলেছেন তনুশ্রী। বলিউড তারকাদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখনও এঁরা নানা পাটেকর বা গণেশ আচারিয়ার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।

ফাইল : নানা পাটেকর, ছবি – আইএএনএস

নানা পাটেকর যেসব সেবামূলক কাজের কথা ঘোষণা করেছেন, তনুশ্রীর দাবি সেসব আদপেও করা হচ্ছে কিনা কেউ দেখতে যায়না। কিন্তু এসব বলে টাকা তুলে নিয়েছেন নানা। তনুশ্রীর দাবি অবশ্য বলিউডে ঝড় তোলে। বলিউডের অনেক অভিনেত্রী থেকে কলাকুশলী, সকলকে শক্তি যোগায় তাঁদের সঙ্গে ঘটা এমন কোনও ঘটনাকে মনের জোর তৈরি করে সামনে আনার। অনেকে একথাও বলেন, যে তাঁরা এতদিন চুপ করে সব সহ্য করেছেন কাজ হারানোর ভয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts