Entertainment

অভিনেত্রী তনুজা-র পেটে অস্ত্রোপচার, উদ্বিগ্ন পরিবার

Published by
News Desk

পেটে ব্যথা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান অভিনেত্রী তনুজাকে। শ্বশুরের মৃত্যুর পর মাকে নিয়ে হাসপাতালে ছুটোছুটি শুরু হয় মেয়ে অভিনেত্রী কাজলের। এদিকে তনুজাকে পরীক্ষার পর চিকিৎসকেরা জানতে পারেন তিনি ডাইভারটিকুলাইটিস রোগে আক্রান্ত। তাঁর পেটে অস্ত্রোপচারের প্রয়োজন। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। অস্ত্রোপচারের পর তনুজা ভাল আছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়।

তনুজা পেটের যন্ত্রণায় ভুগছিলেন। চিকিৎসকেরা জানতে পারেন তাঁর ডাইভারটিকুলাইটিস হয়েছে। এখন প্রশ্ন হল ডাইভারটিকুলাইটিস কী? এই রোগে অন্ত্রের গা ধরে একটা জ্বালাভাব তৈরি হয়। সংক্রমণের শিকার হন রোগী। ফলে সেখানে অনেকক্ষেত্রে অস্ত্রোপচার করতে হয়। সেটাই তনুজার ক্ষেত্রে করতে হয়েছে। অস্ত্রোপচারের পর ভাল থাকলেও আপাতত হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেননা তিনি। আগামী ১ সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তনুজা।

তনুজা নামটা শুধু বলিউডে নয় বাংলা সিনেমাতেও যথেষ্ট পরিচিত। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত অভিনেতার সঙ্গে একাধিক ছবিতে তনুজার অভিনয় নজর কেড়েছে। হিন্দি সিনেমাতেও তাঁর অভিনীত ‘জুয়েল থিফ’, ‘হাতি মেরে সাথী’, ‘মেরে জীবন সাথী’, ‘মেমদিদি’, ‘দো চোর’, ‘অনুভব’ সহ বহু ছবি দর্শকদের মন জয় করেছে। এখনও অভিনয় করে যাচ্ছেন তনুজা। তাঁর হালফিল সিনেমার মধ্যে রয়েছে ‘এ ডেথ ইন গুঞ্জ’, ‘আরম্ভ’, ‘সোনার পাহাড়’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Tanuja

Recent Posts