Entertainment

কাজলের বোনের নতুন লুক ‘কঙ্কালসার’ ‘রুগ্ন’, কটাক্ষ নেটিজেনদের

Published by
News Desk

বলিউড মূলত তাঁকে চেনে অভিনেত্রী কাজলের বোন হিসাবেই। কারণ, অভিনয় গুণে দিদির মত রুপোলী পর্দায় সেভাবে নাম করতে পারেননি তানিশা মুখার্জী। প্রযোজক বা পরিচালকদের সেভাবে ভরসার পাত্রীও হয়ে ওঠা হয়নি তানিশার। তাই চলচ্চিত্র জগত কার্যত মুখ ফিরিয়ে নিয়েছে ৪০ বছরের অভিনেত্রীর দিক থেকে। তবু লাইমলাইটে থাকতে কোনোরকম কসুর করেন না তারকা পরিবারের এই সদস্য। তাই সোশ্যাল মিডিয়ায় জিমে গিয়ে ঘাম ঝরানোর নানা স্টিল ছবি বা ভিডিও আপলোড করে ভক্তদের নজরের নাগালেই থাকেন তানিশা। তাঁর শরীরচর্চার সুকঠিন সাধনার সেইসব ছবি, ভিডিও দেখতে বেশ পছন্দও করেন অনুরাগীরা।

টেলিপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতরো কে খিলাড়ি ৭’-এর পর এখন শরীর গঠনের দিকে আরও ঝুঁকেছেন তানিশা। তাঁর সেই কঠিন পরিশ্রমের ফলও তানিশা পেয়েছেন হাতেনাতে। একেবারে সাইজ জিরো অবতারে ইন্সটাগ্রামে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি স্বচ্ছ নেটের গোল্ডেন টপ ও কালো রঙের থং-এ ‘হট অ্যান্ড বোল্ড লুক’-এ সোশ্যাল জগত কাঁপিয়ে দিয়েছেন তানিশা। তাঁর সেই সাহসী ‘এক্সপেরিমেন্টাল লুক’-এ যদিও বক্রোক্তি করেছেন নেটিজেনদের একাংশ। তানিশার নয়া লুককে ‘কঙ্কালসার’ কটাক্ষে বিদ্ধ করেছেন কেউ কেউ। কেউ আবার তানিশা ‘অ্যানোরেক্সিক’ রোগে আক্রান্ত বলে অভিনেত্রীকে টিটকারি দিয়েছেন।

তানিশার ‘রুগ্ন’ চেহারায় কেউ আবার এতটাই বিরক্ত যে অভিনেত্রীকে তাঁর মুখের মেরামত করার পরামর্শ দিয়েছেন সমালোচকরা। তানিশার মাত্রাতিরিক্ত ব্যায়ামে শরীরের হাড়গোড় বেরিয়ে পরার জন্য একহাত নিয়েছেন ট্রোল শিকারিদের কেউ কেউ। সব মিলিয়ে কাজল ভগিনীর নতুন অবতার সন্তুষ্ট করতে পারেনি তাঁর ভক্তদের অধিকাংশকে। তবে অনুরাগীদের এমন কড়া কড়া সমালোচনার উত্তরে আপাতত মৌন নীতি গ্রহণ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজার কনিষ্ঠা তনয়া তানিশা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk