Entertainment

বলিউডে বেশি ছবি করছেন কেন? অভিনেত্রীকে জুতো ছুঁড়লেন ভক্ত

Published by
News Desk

গয়নার দোকানের উদ্বোধনে গিয়ে ভক্তের আক্রোশের মুখে পড়লেন ‘অবন্তিকা’। কার কথা বলছি বুঝলেন না? ‘বাহুবলী’-র পর থেকে এখন এই নামেই তো পরিচিত দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি হায়দরাবাদে একটি গয়নার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তামান্না। তাঁকে ঘিরে চারদিকে তখন সংবাদ মাধ্যমের ক্যামেরার আলোর ঝলকানি। ভক্তদের উল্লাস ও উন্মাদনায় ভেসে যাচ্ছিলেন সুন্দরী অভিনেত্রী। আচমকাই তাঁর মুখের হাসি ফিকে হয়ে যায় এক ভক্তের উন্মত্ত আচরণে। বলা নেই, কওয়া নেই, তামান্নার দিকে হঠাৎ জুতো ছুঁড়ে মারেন করিমুল্লা নামে এক যুবক। সেই জুতো ভাগ্যক্রমে তামান্নার গা ঘেঁষে গিয়ে আঘাত করে অভিনেত্রীর পাশে দাঁড়ানো দোকানের এক কর্মচারিকে। ঘটনার পর তড়িঘড়ি আতঙ্কিত তামান্নাকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যান তাঁর দেহরক্ষীরা। এদিকে জুতো ছোঁড়ার পর ওই যুবককে দ্রুত ধরে ফেলেন অন্যরা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কেন তিনি তামান্নাকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মেরেছিলেন? পুলিশের এই প্রশ্নের জবাবে ভারী অদ্ভুত সাফাই দেন ধৃত যুবক।

তামান্না ভাটিয়া করিমুল্লার প্রিয় অভিনেত্রী। দক্ষিণী ছবির হাত ধরেই রুপোলী পর্দায় তামান্নার আত্মপ্রকাশ। অথচ তামিল চলচ্চিত্র ছেড়ে তিনি এখন মেতেছেন বলিউড নিয়ে। এতেই নাকি তামান্নার উপর রাগ হয়ে গিয়েছিল অভিযুক্ত যুবকের। তাছাড়া সাম্প্রতিক ছবিতে তামান্নার ‘পারফর্মেন্স’ ভাল লাগেনি করিমুল্লার। সব মিলিয়ে প্রিয় অভিনেত্রীর উপর বেজায় চটেছিলেন তাঁর এই অনুরাগী। সেই রাগের বহিঃপ্রকাশ দেখাতে গিয়েই এখন শ্রীঘরের হাওয়া খেতে হচ্ছে তামান্নার ‘অন্ধ’ ভক্তকে।

Share
Published by
News Desk