Categories: World

১৬ জনকে গুলি করে হত্যা করল তালিবানরা

Published by
News Desk

১৬ জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করল তালিবানরা। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের আলিয়াবাদ এলাকায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার একটি বাস যাত্রীদের নিয়ে যাওয়ার সময় তাদের পথ আটকায় তালিবান জঙ্গিরা। তারপর বাস থেকে সকলকে টেনে নামিয়ে ১৬ জনকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে তারা। বাকি যাত্রীদের কয়েকজনকে ছেড়ে দিলেও বাকিদের অপহরণ করে নিয়ে যায় তারা। ৩০ জনেরও বেশ যাত্রী তাদের কব্জায় রয়েছে বলে মনে করছে প্রশাসন। যদিও তালিবানরা এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে আফগান প্রশাসনের ধারণা মার্কিন ড্রোন হামলায় তালিবান শীর্ষ নেতা মোল্লা মনসুরের মৃত্যুর পর হায়বাতুল্লা আখুন্দজাদাকে গত সপ্তাহের বুধবার নয়া তালিবান নেতা হিসাবে ঘোষণার পর থেকেই পরপর হামলা শুরু করেছে তালিবানরা। এদিনের ঘটনা সেই হামলার ধারাবাহিকতার সাম্প্রতিকতম উদাহরণ।

Share
Published by
News Desk