World

অভিজাত হোটেলে জঙ্গি হামলা, মৃত কমপক্ষে ৬

Published by
News Desk

মুম্বই হামলায় তাজ হোটেলে ঢুকে অনেক অতিথি সহ হোটেল কর্মীদের পণবন্দি করেছিল জঙ্গিরা। সেই একই ছায়া এবার কাবুলে। কাবুলের অভিজাত হিলটপ হোটেলে গত শনিবার সন্ধেয় ঢুকে পড়ে জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে তারা হোটেলের দখল নেয়। পণবন্দি করে হোটেলের কর্মী সহ অতিথিদের। পুলিশ ও বিশেষ বাহিনী বাইরে থেকে হোটেল ঘিরে ফেলে। শুরু হয় জঙ্গিদের সঙ্গে পুলিশের স্নায়ুযুদ্ধ। রাতের দিকে পাহাড় ঘেরা মনোরম পরিবেশে তৈরি এই অভিজাত হোটেলের ছাদে হেলিকপ্টার দিয়ে বিশেষ বাহিনী নামানো হয়। শুরু হয় জঙ্গিদের কোণঠাসা করার কাজ। সারারাতের লড়াই গড়ায় সকাল পর্যন্ত।

১২ ঘণ্টার ওপর এই লড়াই চলার পর অবশেষে হোটেলের সিংহভাগ দখলে নেয় বিশেষ বাহিনী ও পুলিশ। যদিও তার আগে বাঁচার জন্য হোটেলের পাঁচতলা থেকে চাদরের দড়ি তৈরি করে তা বেয়ে নামতে গিয়ে হাত ফস্কে মৃত্যু হয় হোটেলের এক অতিথির। জঙ্গিদের গুলিতে ৫ জনের মৃত্যু হয়। আরও দেহ ভিতরে থাকতে পারে বলেই মনে করছে সুরক্ষা বাহিনী। এদিকে রাতেই জঙ্গিরা আগুন জ্বালিয়ে দেয় হোটেলের পাঁচ ও ছ’তলায়। তবে শেষ পর্যন্ত ১৫০ জনের ওপর অতিথি ও হোটেলকর্মীকে হোটেল থেকে বার করে আনতে সক্ষম হয় পুলিশ ও বাহিনী। তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। গোটা হোটেলে বিকেলের পরও তল্লাশি জারি ছিল।

Share
Published by
News Desk