World

আফগান পুলিশ দফতরে আত্মঘাতী হামলা, দায় স্বীকার করল তালিবান

Published by
News Desk

আফগানিস্তানে ফের পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় মৃত্যু হল ৫ জনের। আহত প্রায় ৫০ জন। মৃতদের মধ্যে সকলেই পুলিশকর্মী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ পাকতিয়া প্রদেশের গারদেজ শহরে পুলিশের সদর দফতরের গেটে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি উড়িয়ে দেয় এক জঙ্গি। এই বিস্ফোরণের পরপরই ৪টি আক্রমণ হয়। একের পর এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটাতে থাকে গেটের কাছে। মুহুর্তে শ্মশানের চেহারা নেয় গোটা এলাকা। টার্গেট পুলিশ কর্মীরা হলেও এই ঘটনায় ২০ জন সাধারণ মানুষও গুরুতর আহত হয়েছেন। প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে। গোটা ঘটনার দায় স্বীকার করেছে তালিবান।

 

Share
Published by
News Desk